ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

‘ইবলিস নিয়ে খালেদা জিয়া ক্ষমতা দখল করতে চান’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, মে ৪, ২০১৭
‘ইবলিস নিয়ে খালেদা জিয়া ক্ষমতা দখল করতে চান’ ‘ইবলিস নিয়ে খালেদা জিয়া ক্ষমতা দখল করতে চান’: ইনু-ছবি: বাংলানিউজ

কুষ্টিয়া: জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জামায়াত ও রাজাকার এই দুই ইবলিস নিয়ে খালেদা জিয়া ক্ষমতা দখল করতে চান। কোনো ষড়যন্ত্র করেই লাভ হবে না।

বৃহস্পতিবার (০৪ মে) দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালহাদ ইউনিয়নের চর-নওদাপাড়ায় বিদ্যুৎসংযোগ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার।

এ সরকারের সময় দেশের সব ক্ষেত্রেই উন্নয়ন হয়েছে। তাই দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আবারো মহাজোটকে ক্ষমতায় আনতে হবে।  

কোনো রাজাকার শেখ হাসিনার বিকল্প হতে পারে না উল্লেখ করে খালেদা জিয়াকে জঙ্গিবাদের নেত্রী বলেও অভিহিত করেন তিনি।

মালিহাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বদর উদ্দিন ভদুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি সাইফুদ্দৌলা, জেনারেল ম্যানেজার হারুন-অর-রশিদ, কোষাধ্যক্ষ জুমারত আলী, ডেপুটি জেনারেল ম্যানেজার নজরুল ইসলাম, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান, ভেড়ামারার ইউএনও মিজানুর রহমান, উপজেলা জাসদের সভাপতি মহাম্মদ শরীফ ও সাধারণ সম্পাদক আহাম্মদ আলী।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, মে ০৪, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।