ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

নির্বাচন নিয়ে বিএনপি একেকবার একেক কথা বলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, মে ৪, ২০১৭
নির্বাচন নিয়ে বিএনপি একেকবার একেক কথা বলছে মাহবুব-উল-আলম হানিফ

মৌলভীবাজার: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, নির্বাচন নিয়ে বিএনপি একেকবার একেক কথা বলছে। আমরা বলি আর অতীতের মত ভুল করবেন না। গত নির্বাচনে না এসে যে ভুল করেছেন, সেই ভুলের মাশুল আপনাদেরই দিতে হচ্ছে। জনগণ আর সেই ভুলের মাশুল দেবেনা। জ্বালাও-পুড়াও আন্দোলনের চিন্তা করবেন না। কারণ জনগণ আপনাদের আর সেই সুযোগ দেবেনা।

বৃহস্পতিবার (০৪ মে) বিকেলে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কওমী মাদ্রাসার সনদের স্বীকৃতির প্রেক্ষিতে সুশীল সমাজের প্রতিক্রিয়ার বিষয়ে হানিফ বলেন, যারা এ নিয়ে সমালোচনা করেছেন তারা জ্ঞানপাপী।

এ নিয়ে হেফাজতের সঙ্গে কোনো চুক্তির প্রশ্নই ওঠে না। নাগরিক হিসেবে তাদের দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী এমনটি দিচ্ছেন।

জেলা যুবলীগের সভাপতি পৌর মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাহিদ আহমদের পরিচালনায়  দুপুর সাড়ে ১২টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দলীয় ও জাতীয় পতাক উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন- যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য, উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি, সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন, সংসদ সদস্য আব্দুল মতিন, জেলা পরিষদ চেয়ারম্যান মো. আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসেন, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট বেলাল হোসাইন ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. ফজলুল হক আতিক।

এছাড়াও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাউর রহমান, সাইফুর রহমান বাবুল, কামাল হোসেন, জেলা কৃষকলীগের সভাপতি জমশেদ আহমদ, সাধারণ সম্পাদক শাহিন আহমদ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফজলের রাব্বী, জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামন রনি, সাধারণ সম্পাদক সাইফুর রহমান রনি, সাংগঠনিক সম্পাদক জাকের আহমদ অপু প্রমুখ।

সম্মেলনে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্ত।

দীর্ঘ এক যুগ পর জেলা সম্মেলন নিয়ে জেলা ও উপজেলায় কয়েকদিন ধরে চলছিল আনন্দ মিছিল। বুধবার (০৩ মে) সকাল থেকে জেলা, উপজেলা ও পৌর যুবলীগের নেতাকর্মীরা মিছিল সহকারে অনুষ্ঠান স্থলে আসেন। এসময় শহরের কয়েকটি রাস্তায় পুলিশ ব্যারিকেট দিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেয়। এ নিয়ে বিকেল পর্যন্ত জনদুর্ভোগে পড়েন স্কুল কলেজের শিক্ষার্থীসহ শহরের নানা শ্রেণী পেশার মানুষ।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, মে ০৪, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।