ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

ফখরুলকে দিয়ে খারাপ কথা বলানো হয়: কাদের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪২ ঘণ্টা, মে ৫, ২০১৭
ফখরুলকে দিয়ে খারাপ কথা বলানো হয়: কাদের বিআরটিএ কার্যালয়ে বক্তব্য রাখেন ওবায়দুল কাদের- ছবি: বাংলানিউজ

ঢাকা: বিএন‌পি সরকারকে নিয়ে বিকৃত কথা বলে বেড়াচ্ছে অভিযোগ তুলে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'ফখরুল‌ সাহেবকে দিয়ে খারাপ কথা বলানো হয়। আসলে ফখরুল খারাপ কথা বলতে চান না।  

তিনি বলেন, বিএন‌পি কেন গণতন্ত্রের কথা বলে তারা তো গণতন্ত্র উৎখাতে পেট্রোল বোমা চা‌লিয়েছে।

শুক্রবার (০৫ মে) বেলা ১১টায় কেরানীগ‌ঞ্জের ইকু‌রিয়ায় বিআরটিএ কার্যালয়ে চালকদের প্র‌শিক্ষণ অনুষ্ঠানে তি‌নি বক্তব্য রাখ‌ছিলেন।

‌ওবায়দুল কাদের বলেন,  বিএন‌পির মু‌খে গণত‌ন্ত্রের বু‌লি বছ‌রের সেরা কৌতুক।
তারা গণতন্ত্র উৎখাতের নামে পেট্রোল বোমা চা‌লিয়েছে।

সারা বিশ্ব বাংলাদেশের গণতন্ত্রকে স্বীকৃ‌তি দিয়েছে। ১৩২টি দেশের ঢাকা আই‌পিউ সম্মেলনে যোগ দেওয়া সে বিষয়‌টি প্রমাণ করে। বিএ‌পির মুখে গণতন্ত্র ভ‍ূতের মুখে রাম নাম বলেও মন্তব্য করেন মন্ত্রী।

‌বিএ‌পির তারেক রহমান ও হা‌রিছ চৌধুরী পা‌লিয়ে বেড়াচ্ছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, মামলাকে যারা ভয় পায় তারা কিভাবে নেতৃত্ব দেবেন।

এর আ‌গে চালক ও মা‌লিক‌দের উ‌দ্দে‌শ্যে মন্ত্রী ব‌লেন, চালক‌দের ওভারটাইম ডিউ‌টি দে‌বেন না। এ‌তে চাল‌কের শারী‌রিক ও মান‌সিক ক্ষ‌তি সা‌ধিত হ‌য়।

সড়ক প‌রিবহন আইন প্রস‌ঙ্গে মন্ত্রী ব‌লেন, জন‌বি‌রোধী কোনো আইন সংস‌দে পাশ হ‌বে না।   আইন‌টি চূড়ান্ত অনু‌মোদ‌নের আ‌গে আবার কে‌বি‌নেট আস‌বে।

তি‌নি  বলেন, জনস্বার্থে প‌রিবহন আইন হবে। কারো স্বার্থ ক্ষুন্ন করার জন্য নয়।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, মে ০৫, ২০১৭
এসএ/বিএস  

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।