ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

স্বেচ্ছাসেবক-যুবদলের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, মে ৫, ২০১৭
স্বেচ্ছাসেবক-যুবদলের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

খুলনা: পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দল ও যুবদলের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (০৪ মে ) রাতে খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) দীপক কুমার পাল বাদী হয়ে এ মামলাটি করেন।  

খুলনা থানার ডিউটি অফিসার এসআই শানু বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার বিকেলে কেডি ঘোষ রোডে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় এ মামলা করা হয়েছে।

মামলা নম্বর ১৬।  

মামলায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও খুলনা মহানগর আহবায়ক আজিজুল হাসান দুলু, গাজী সোয়েব উদ্দিন মিন্টু, একরামুল হক হেলালসহ ১৪৩ জনকে আসামি করা হয়েছে।

তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বৃহস্পতিবার খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে একটি মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেডিঘোষ রোডের দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।  

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ চলাকালীন পুলিশ এতে বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এক পর্যায়ে পুলিশ লাঠি চার্জ করে সবাইকে ছত্রভঙ্গ করে দেয়। এতে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক শরিফুল আনাম, ২২ নম্বর ওয়ার্ড সভাপতি শাহরুজামান মুকুল, সাংগঠনিক সম্পাদক কবির গাজীসহ কমপক্ষে ১০ নেতাকর্মী আহত হন বলে রাতে বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।  

গত ১ মে খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রুবেল মহন্ত বাদী হয়ে পুলিশের কাজে বাধা ও পুলিশকে মারধরের অভিযোগে যুবদলের নবগঠিত মহানগর কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের মহানগর আহবায়কসহ ৫১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন।  

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা,  মে ০৫, ২০১৭
এমআরএম/আরআর/বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।