ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

ধামরাইয়ে আওয়ামী লীগের কর্মী সমাবেশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, মে ৫, ২০১৭
ধামরাইয়ে আওয়ামী লীগের কর্মী সমাবেশ ধামরাইয়ে আওয়ামী লীগের কর্মী সমাবেশ-ছবি: বাংলানিউজ

ধামরাই: আগামী ১১তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে যৌথ কর্মী সমাবেশ হয়েছে।

শুক্রবার (৫ মে) বিকেলে কুশুরা উচ্চ বিদ্যালয়ের মাঠে যৌথ কর্মী সমাবেশের আয়োজন করা হয়।

মুক্তিযোদ্ধা মো. নূর উজ জামানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ঢাকা-২০ ধামরাই আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা এম এ মালেক।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাই মিলে মিশে কাজ করে নৌকার বিজয় ছিনিয়ে এনে দেশ রত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হবে এবং দেশের মানুষ শান্তি পাবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে নৌকার কোনো বিকল্প নাই।

সমাবেশে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন- ধামরাই উপজেলা আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা আহম্মদ আল জামান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ আলী।

এসময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, মে ০৫, ২০১৭
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।