ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

বিচারহীনতাই নারী নির্যাতনের অন্যতম কারণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, মে ১৮, ২০১৭
বিচারহীনতাই নারী নির্যাতনের অন্যতম কারণ

ঢাকা: বিচারহীনতার সংস্কৃতি চালু হওয়ার কারণে দেশে ধর্ষণ, খুন, রাহাজানি বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

তিনি বলেন, অপরাধীরা প্রভাবশালী ও রাজনৈতিক পরিবারের সদস্য হওয়ার কারণে সঠিকভাবে তদন্ত ও বিচার হয় না। এই বিচারহীনতাই নারী নির্যাতনের অন্যতম কারণ।


 
বৃহস্পতিবার (১৮ মে) নয়াপল্টনে যাদু মিয়া মিলনায়তনে সম্প্রতি আলোচিত দুই ছাত্রী ধর্ষণের ঘটনার প্রতিবাদে ‘বাংলাদেশ মহিলা ন্যাপ’ আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।
 
গোলাম মোস্তফা বলেন, বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার  পাশাপাশি সুষ্ঠু বিচার প্রক্রিয়া চালু করা গেলে ‍এ ধরনের অপরাধ রোধ সম্ভব হবে।
 
তিনি আরও বলেন, নারী নির্যাতনে একটি ঘটনারও যদি দৃষ্টান্তমূলক শাস্তি হতো তাহলে অপরাধীরা পরবর্তীতে এ ধরনের জঘন্য অপরাধ করতে সাহস পেত না।

এছাড়া প্রশাসন, আইন শৃঙ্খলাবাহিনী এবং ক্ষমতাশীলরা ধর্ষণকারী ও অপরাধীদের পক্ষ নেওয়ার ফলে বিচারের বাণী নিরবে নিভৃতে কেঁদেই চলেছে উল্লেখ করে নারী সমাজকে সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে অন্যায় নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান গোলাম মোস্তফা।

এ সময় মহিলা ন্যাপের সমন্বয়কারী অধ্যাপিকা শিউলী সুলতানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন ন্যাপের সাধারণ সম্পাদক মাওলানা কামাল ভুইয়া, মহানগর সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলু, জাতীয় ছাত্র কেন্দ্রের সমন্বয়কারী সোলায়মান সোহেল ও মহিলা ন্যাপ সমন্বয় কমিটির সদস্য আমেনা খাতুন মনি প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, মে ১৮, ২০১৭
এএম/এসআরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।