ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

ডিজিটাল প্রচার-প্রচারণায় বিএনপিও

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, মে ১৮, ২০১৭
ডিজিটাল প্রচার-প্রচারণায় বিএনপিও খালেদা জিয়ার টুইটার পেজ

ঢাকা: ‘ডিজিটাল বাংলাদেশ’ বিনির্মাণে চারদিকের সব আয়োজনের সঙ্গে তাল মিলিয়েই চলছে দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি। দলটির অনেক কাজই এখন তথ্য প্রযুক্তির মাধ্যমে সম্পন্ন হচ্ছে। দিন যত যাচ্ছে, ততোই তারা ডিজিটালাইজেশনে যুক্ত হচ্ছে।

ইন্টারনেটের মাধ্যমে দলীয় ওয়েবসাইট, অফিসিয়াল ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, টুইটার ও গুগল অ্যাকাউন্টসহ সামাজিক যোগাযোগ মাধ্যমের সব স্যোসাল ফ্যান পেজের সঙ্গে যুক্ত রয়েছে বিএনপি।
 
দলটির ওয়েবসাইট ঘেঁটে দেখা গেছে, ইন্টারনেট মাধ্যমে অন্তত ৭টি অফিসিয়াল মিডিয়া আউটলেট চালু রয়েছে তাদের।

এগুলো হলো- বিএনপির ওয়েবসাইট (বাংলা ও ইংরেজি) bnpbangladesh.com, বিএনপির ফেসবুক পেজ facebook.com/bnp.comunication, বিএনপি’র টুইটার হ্যান্ডেল ttwitter.com/banpbangladesh, বিএনপি’র ইউটউব চ্যানেল youtube.com/channel/UCEH ও youtube.www.bnpbd.org, ওপেনিয়ন ব্লগ bangladeshivoice.blogspot. com এবং চেয়ারপারসনের টুইটার অ্যাকাউন্ট ttwiter.com/begumZiaBD
 
সামাজিক এই যোগাযোগ মাধ্যমে দলের নীতি, আদর্শ, উদ্দেশ্য, কর্মকাণ্ড প্রচার-প্রচারণার কাজ করছে বিএনপি। দলটির আদর্শ ও উদ্দেশ্যকে যারা ধারণ করেন, তাদের যে কেউ বিএনপির অফিসিয়াল ফেসবুকে ঢুকে পার্টির সর্বশেষ খবরাখবর জানতে পারেন।
 
গত ১০ মে হোটেল ওয়েস্টিন থেকে খালেদা জিয়ার ‘ভিশন ২০৩০’ লাইভ কাস্ট করে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ। এ সময় কয়েক লাখ নেতা-কর্মী, সমর্থক ও অনুসারি দলের অফিসিয়াল ফেসবুকে সরাসরি খালেদা জিয়ার বক্তব্য শোনেন এবং তাৎক্ষণিক মতামত দেন।

এছাড়া বিএনপির ওয়েবসাইট (বাংলা ও ইংরেজি) bnpbangladesh.com এবং বিএনপি’র ইউটউব চ্যানেল youtube.com/channel/UCEH ‘ভিশন ২০৩০’ আপ করা হয়েছে। দেশের যে কোনো প্রান্ত থেকে দলের নেতা-কর্মী ও সমর্থকরা এটি দেখা ও পড়ার সুযোগ পাচ্ছেন। দিতে পারছেন তাদের গুরুত্বপূর্ণ মতামত।
 
বিএনপির অফিসিয়াল ব্লগ পেজ ‘ওপেনিয়ন ব্লগ’-এ ঢুকে যে কেউ তাদের ব্যক্তিগত মতামত প্রকাশ করতে পারেন। কোনো পরামর্শ থাকলে বা দলের জন্য উদ্ভাবনী কোনো তথ্য সেটিও শেয়ার করতে পারেন পেজটির মাধ্যমে।
 
দলের নানা কর্মকাণ্ড, ভাষণ, বক্তৃতা, প্রশিক্ষণ, মিছিল, মিটিং, সমাবেশের ধারণ করা ফুটেজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রচারের ব্যবস্থা  করেছে বিএনপি। ফলে দেশের যে কোনো প্রান্ত থেকে কেন্দ্রীয় কর্মসূচিগুলো দেখার সুযোগ পাচ্ছে তৃণমূল নেতারা। অন্যদিকে তৃণমূল থেকে ধারণ করা ভিডিও ফুটেজ ইউটিউব চ্যানেলের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দিয়ে দেশের এক প্রান্তের সঙ্গে অন্যপ্রান্তের সেতুবন্ধন তৈরি করছে বিএনপি।
 
বিএনপির ডিজিটাল প্রচার প্রচারণায় সর্বশেষ যুক্তি হয়েছে চেয়ারপারসনের টুইটার অ্যাকাউন্ট। গত বছর দলের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন এই টুইটার অ্যাকাউন্ট চালু করেন খালেদা জিয়া।
 
এর পর থেকে ঈদ, পূজা, বড় দিন, বুদ্ধপূরর্ণিমা, ঈদ এ মিলাদুন্নবী, ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২৬ মার্চ স্বাধীনতা দিবস, ১৪ এপ্রিল পহেলা বৈশাখ, পহেলা মে মহান মে দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবসসহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ দিবসগুলোতে নিয়মিত টুইট করছেন খালেদা জিয়া।
 
এ ছাড়া পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র/ছাত্রীদের শুছেচ্ছা, বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়, বন্ধু রাষ্ট্রগুলোর নব নির্বাচিত প্রেসিডেন্ট/প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানোসহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ বিশেষ ঘটনায় টুইট করছেন খালেদা জিয়া। গত ৯ মাসে শতাধিক টুইট করেছেন তিনি।
 
এ প্রসঙ্গে জানতে চাইলে খালেদা জিয়ার প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলানিউজকে বলেন, গত প্রতিষ্ঠাবার্ষিকীতে আনুষ্ঠানিক উদ্বোধনের পর দলের চেয়ারপারসন নানা উৎসব, আয়োজন ও গুরুত্বপূর্ণ ঘটনার প্রেক্ষিতে নিয়মিত টুইট করছেন।
 
দলীয় সূত্রমতে, আগামী নির্বাচনে প্রচার-প্রচারণার মাধ্যম হিসেবে সোসাল মিডিয়াকে কাজে লাগাবে বিএনপি। এ ব্যাপারে একটা টিম গঠনেরও চিন্তা-ভাবনা করছে দলটি। নির্বাচন যত ঘনিয়ে আসছে এ কাজে তারা ততোই সক্রিয় হচ্ছে। নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হলে ডিজিটাল প্রচার-প্রচারণার বিষয়টিতে আরো গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
 
বিএনপির কয়েকটি সোসাল মিডিয়ার এডমিন’র দায়িত্বে থাকা দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলানিউজকে বলেন, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, টুইটার ও গুগল অ্যাকাউন্টসহ সামাজিক যোগাযোগ মাধ্যমের সব স্যোসাল ফ্যান পেজের সঙ্গে যুক্ত রয়েছে বিএনপি। নির্বাচন এলে এর পরিধি আরো বাড়বে। প্রচার-প্রচারণার ক্ষেত্রে স্যোসাল মিডিয়াকে কাজে লাগানো হবে।
 
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, মে ১৮, ২০১৭
এজেড/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।