ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

দেশের ইতিহাসে সবচেয়ে বেশি উন্নয়ন করেছে আ’লীগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৪ ঘণ্টা, মে ১৯, ২০১৭
দেশের ইতিহাসে সবচেয়ে বেশি উন্নয়ন করেছে আ’লীগ

যশোর: যশোর-৪ আসনের সংসদ সদস্য রনজিত কুমার রায় বলেছেন, দেশের ইতিহাসে সবচেয়ে উন্নয়ন হয়েছে আওয়ামী লীগ সরকার আমলে।

বৃহস্পতিবার (১৮ মে) রাতে বাঘারপাড়ার নারিকেল বাড়িয়ায় চিত্রা নদীর ওপর নির্মিত ব্রিজের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে অন্য দলগুলো রাষ্ট্র ক্ষমতায় এসে দুর্নীতির পাহাড় গড়েছেন।

বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে দেশকে একটি জঙ্গিরাষ্ট্রে পরিণত করার মদদ দিয়েছে। সন্ত্রাসী-জঙ্গিদের সংগঠিত হতে ট্রাকে ট্রাকে অস্ত্র আনার সুযোগ করে দিয়েছে, আর এদেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে, শুধুই দেশের উন্নয়ন হয়েছে। পৃথিবীর বুকে রোল মডেল হতে চলেছে বাংলাদেশ।
 
রনজিত বলেন, বিএনপি ক্ষমতায় এসে মানুষের শান্তির ঘুম কেড়ে নিয়েছিলো, চুরি-ডাকাতি ঠেকাতে সাধারণ মানুষকে রাত জেগে পাড়ায় পাড়ায় পাহারা দিতে হতো। তবে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সেসব কথা এখন রূপকথার গল্পে পরিণত হয়েছে।  

বাঘারপাড়ার নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু তাহের আবুল সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অরুণ অধিকারী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাসান আলী, বাঘপারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মতিয়ার রহমান, উপজেলা যুবলীগের আহ্বায়ক রাজিব রায়, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম ছরোয়ার, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক পৌর কাউন্সিলর জুলফিকার আলী জুলাই, ইউপি সদস্য তরিকুর ইসলাম প্রমুখ।
 
সন্ধ্যায় বর্ণিল আয়োজনে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে চিত্রা নদীর ওপর নির্মিত ৯০ মিটার দৈর্ঘ্যের ব্রিজের উদ্বোধন করেন এমপি রনজিত রায়। এ সময়  বাঘারপাড়া ও শালিখা উপজেলার অন্তত ২৫ গ্রামের মানুষ মেতে উঠে উৎসবে।  

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, মে ১৮, ২০১৭
ইউজি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।