ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

‘জিয়া আওয়ামী লীগকে পুনরুদ্ধার করেছিলেন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৩ ঘণ্টা, মে ১৯, ২০১৭
‘জিয়া আওয়ামী লীগকে পুনরুদ্ধার করেছিলেন’ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সুমন-বাংলানিউজ

ঢাকা: জিয়াউর রহমান বাকশালের গুহা থেকে আওয়ামী লীগকে পুনরুদ্ধার করেছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (১৯ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীনতা ফোরাম আয়োজিত মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, জিয়া বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন।

সেই গণতন্ত্রকে আওয়ামী লীগ হত্যা করেছে। এরশাদের দুঃশাসনের সময় গণতন্ত্রকে গলা টিপে ধরা হয়েছিল, তখন প্রধানমন্ত্রী চুপ ছিলেন। সবশেষ ফখরুল-মঈনউদ্দীন এটাকে হত্যা করেছেন।

রিজভী বলেন, পররাষ্ট্রমন্ত্রী দূতাবাস ও হাইকমিশনগুলোতে চিঠি দিয়ে বলেছেন, বিদেশে যেসব সাংবাদিক যাবেন তাদের উপর নজরদারি রাখতে হবে। অথচ গণতন্ত্রের মূল ভিত্তি সংবাদমাধ্যম। আজ তার উপর নজরদারি করা হচ্ছে।

অন্যায় কখনও মাটিচাপা দেওয়া যায় না মন্তব্য করে তিনি বলেন, দুঃশাসনের বিরুদ্ধে যারা কথা বলছে তাদের গ্রেফতার, গুম, খুন করা হচ্ছে।

সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা শিরিন সুলতানা, এবিএম মোশাররফ হোসেন, আবদুস সালাম আজাদ, ফরিদা ইয়াসমীন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, মে ১৯, ২০১৭
এএম/আরআইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।