ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

আইনের শাসন দলীয় শাসনে রূপান্তরিত হয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৩ ঘণ্টা, মে ১৯, ২০১৭
আইনের শাসন দলীয় শাসনে রূপান্তরিত হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ

ঢাকা: আইনের শাসন দলীয় শাসনে রূপান্তরিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

তিনি বলেন, বিচার বিভাগ কি স্বাধীন? এ নিয়ে মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে। অথচ সরকার দাবি করে ‘বিচার বিভাগ স্বাধীন’।

 

শুক্রবার (১৯ মে) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট আয়োজিত 'বেগম জিয়ার ঘোষিত ভিশন ২০৩০: আগামী দিনের রাজনীতিতে আমাদের করণীয়' শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।  

মওদুদ বলেন, বিচার বিভাগকে স্বাধীন বলা হলেও বিচারকরা কতটুকু স্বাধীনভাবে কাজ করতে পারছেন এবং কতটুকু রাজনৈতিকভাবে প্রভাবিত হন এ নিয়ে মানুষের মনে প্রশ্ন রয়েছে।  

বিএনপি ক্ষমতায় এলে বিচার বিভাগকে পুরোপুরি স্বাধীন করে দেওয়া হবে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, মে ১৯, ২০১৭
এএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।