ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় স্বেচ্ছাসেবক দলে শতাধিক লোকের যোগদান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, মে ১৯, ২০১৭
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলে শতাধিক লোকের যোগদান বগুড়ায় স্বেচ্ছাসেবক দলে শতাধিক লোকের যোগদান- ছবি: আরিফ জাহান

বগুড়া: বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক কর্মী সমর্থক বগুড়া জেলা বিএনপির সভাপতির হাতে ফুল দিয়ে স্বেচ্ছাসেবক দলে যোগদান করেছেন।

শুক্রবার (১৯ মে) বেলা ১২টার দিকে শহরের নবাববাড়ী রোডের দলীয় কার্যালয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ মো. মেহেদী হাসান হিমুর সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম।

তিনি বলেন, মানুষকে ভালবেসে ক্রান্তিকালে যারা বিএনপির পতাকা তলে এসেছেন সুসময়ে তাদেরকে মূল্যায়ন করা হবে। আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক দেবেন খালেদা জিয়া ও তারেক রহমান। তাদের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সব বাধা ভেঙে আন্দোলন সফল করতে হবে।
এছাড়া সভায় জেলা বিএনপির উপদেষ্টা মো. শোকরানা, মহিলা দলের সভানেত্রী লাভলী রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল হুদা, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খান জাহাঙ্গীর হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
 
শেষ দিকে উজ্জ্বল, বাধন, পলাশ ও মামুনের নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক কর্মী সমর্থক জেলা বিএনপির সভাপতি হাতে ফুল দিয়ে স্বেচ্ছাসেবক দলে যোগদান করেন।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, মে ১৯, ২০১৭
এমবিএইচ/বিএস
 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।