ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

পাবনায় সৈনিক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, জুন ১, ২০১৭
পাবনায় সৈনিক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

পাবনা: পাবনা শহরের মাসুম বাজার এলাকায় সৈনিক লীগ নেতা মোল্লা মাসুদকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পাবনা শহরের মাসুম বাজার এলাকার জাকির হোসেন মোল্লার ছেলে নিহত মোল্লা মাসুদ আওয়ামী লীগ সমর্থিত সৈনিক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

 

বৃহস্পতিবার (০১ জুন) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, স্থানীয় মসজিদে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে মসজিদের সামনেই একদল দুর্বৃত্ত মোল্লা মাসুদকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। তবে পূর্ব বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।

পরিবারের দাবি, জমি কেনা-বেচা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা।

ওসি আরো জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৪১০ ঘণ্টা, জুন ০২, ২০১৭
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।