ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

বরিশালে বাজেটের পক্ষে-বিপক্ষে মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৪ ঘণ্টা, জুন ১, ২০১৭
বরিশালে বাজেটের পক্ষে-বিপক্ষে মিছিল আনন্দ মিছিল করে আওয়ামী লীগ। ছবি: বাংলানিউজ

বরিশাল: ২০১৭-২০১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে উন্নয়নমুখী ঘোষণা দিয়ে বরিশালে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (০১ জুন) সন্ধ্যার পরে বরিশাল মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিলটি নিয়ে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

মিছিলে অংশ নেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. এ কে এম জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, অ্যাড.  রফিকুল ইসলাম খোকন, শ্রমিকলীগ নেতা পরিমল বিশ্বাস প্রমুখ।

অন্যদিকে প্রস্তাবিত বাজেটের বিপক্ষে মিছিল করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম সুজনের নেতৃত্বে মিছিলে বাজেটবিরোধী নানা স্লোগান দেন তারা।

বাংলাদেশ সময়: ০৫৪০ ঘণ্টা, জুন ০২, ২০১৭
এমএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।