ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ছাত্রলীগের খুলনা বিভাগীয় কর্মশালা শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৭ ঘণ্টা, জুন ৩, ২০১৭
ছাত্রলীগের খুলনা বিভাগীয় কর্মশালা শুরু ছাত্রলীগের খুলনা বিভাগীয় কর্মশালা শুরু- ছবি: বাংলানিউজ

খুলনা: ছাত্রলীগের খুলনা বিভাগীয় প্রতিনিধিদের সভা ও কর্মশালা শুরু হয়েছে। ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের উদ্যোগে শনিবার (০৩ জুন) দুপুর সাড়ে ১২টায় মহানগরীর ইউনাইটেড ক্লাব মিলনায়তনে এ সভা শুরু হয়।

প্রতিনিধি সভা ও কর্মশালায় খুলনা বিভাগের ১০ জেলার অন্তর্গত বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, উপজেলা, হল, কলেজ, থানা, পৌর শাখা, ইউনিয়ন, স্কুল ও ওয়ার্ডের সভাপতি-সম্পাদক এবং আহবায়ক-যুগ্ম আহবায়কসহ ১৪শ’ নেতাকর্মী উপস্থিত রয়েছেন।
 
এছাড়া বিভাগীয় সভায় খুলনা বিভাগের সকল ইউনিটের দায়িত্বপ্রাপ্ত ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংদস্যরা উপস্থিত রয়েছেন।

এতে সভাপতিত্ব করছেন-  ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ। উপস্থিত রয়েছেন সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনসহ কেন্দ্রীয় নেতারা।
 
মহানগর ছাত্রলীগের দপ্তর সম্পাদক ও বিভাগীয় প্রতিনিধি সভা ও কর্মশালার বাস্তবায়ন দপ্তর বিষয়ক উপ-কমিটির আহবায়ক শাহীন আলম বলেন, উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিনিধি সভা ও কর্মশালা শুরু হয়েছে। এ প্রতিনিধি সভার মাধ্যমে তৃণমূলে ছাত্রলীগ আরো শক্তিশালী হবে। ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা নেতাদের নিয়ে কর্মশালায় সংগঠনকে সুসংগঠিত করার পাশাপাশি সরকারের উন্নয়ন প্রচারসহ নানা নির্দেশনা দেবেন ছাত্রলীগের নেতারা।
 
বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা,  জুন ০৩, ২০১৭
এমআরএম/বিএস

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।