ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

‘আ’লীগকে জয়ী করতে সক্রিয় হতে হবে ছাত্রলীগ কর্মীদের’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, জুন ৩, ২০১৭
‘আ’লীগকে জয়ী করতে সক্রিয় হতে হবে ছাত্রলীগ কর্মীদের’ সভাপতির বক্তব্য দিচ্ছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ। ছবি: বাংলানিউজ

খুলনা: ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ বলেছেন, উন্নয়নের মডেলের ধারা অব্যাহত রাখতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে জয়ী করতে ছাত্রলীগের কর্মীদের সক্রিয় হতে হবে।

শনিবার (০৩ জুন)  দুপুরে মহানগরীর ইউনাইটেড ক্লাবে কেন্দ্র আয়োজিত খুলনা বিভাগীয় প্রতিনিধি সভা ও প্রশিক্ষণ কর্মশালায়  সভাপতির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

আগামী ছয় মাসের মধ্যে জেলা থেকে ওয়ার্ড পর্যন্ত সকল স্তরে এ ছাত্র সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠনের ওপর গুরুত্বারোপ করেন সোহাগ।

অসৎ নেতৃত্বের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, প্রতারণার আশ্রয় নিলে সংগঠনের ইমেজ নষ্ট হবে। অতীতের সকল কালিমা মুছে ফেলতে হবে।

ছাত্রলীগের সভাপতি বলেন, সৎ ও যোগ্য প্রার্থী মনোনয়ন দিলে খুলনা বিভাগের ৩৬টি আসনে আওয়ামী লীগ জয়ী হবে। তিনি দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও ২০২১ সালে স্বাধীনতার ৫০ বছর পূর্তির ওপর গুরুত্ব দিতে ছাত্রলীগ কর্মীদের প্রতি আহবান জানান।

সদ্য ঘোষিত বাজেট অনুসারে বাংলাদেশ ২০১৯ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ ও ২০২১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধশালী দেশ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সাইফুর রহমান সোহাগ।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন বলেন, প্যানা-ফেস্টুনে নিজেদের ছবি না দিয়ে বর্তমান সরকারের উন্নয়নকে তুলে ধরতে হবে।

তিনি আরও বলেন, কিছুদিন আগে ঘূর্ণিঝড় মোরায় মাত্র ৬ জন মানুষ নিহত হয়েছেন। কিন্তু বিএনপি আমলে ১৯৯১ সালে লাখ লাখ মানুষ মারা গিয়েছিলেন। কিন্তু তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছিলেন, যতো মানুষ মারা যাওয়ার কথা ততো মানুষ মারা যাননি। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে থেকেও সার্বক্ষণিকভাবে ঝড়ে আক্রান্ত এলাকার খোঁজ-খবর নিয়েছেন।

কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি তোফাজ্জেল হোসেন চয়ন, এম আমিনুল ইসলাম, আনোয়ার হোসেন আনু ও আসিফুল্লাহ মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লালন, প্রচার সম্পাদক সাইফুদ্দিন বাবু, সহ সভাপতি ও খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি মো. আরাফাত হোসেন পল্টু ও সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান সাগর কর্মশালায় বক্তৃতা দেন।

মহানগর ছাত্রলীগ নেতা বিভাগীয় প্রতিনিধি সভা ও কর্মশালা বাস্তবায়ন দফতর বিষয়ক উপ-কমিটির সদস্য চয়ন বালা বাংলানিউজকে জানান, প্রতিনিধি সভা ও কর্মশালায় বিভাগের অন্তর্গত বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, উপজেলা, হল, কলেজ, থানা, পৌর, ইউনিয়ন, স্কুল ও ওয়ার্ড শাখার সভাপতি-সাধারণ সম্পাদক ও আহবায়ক-যুগ্ম আহবায়কসহ ১৪শ’ নেতাকর্মী অংশ নেন।    এ সভা ও কর্মশালায় সংগঠনকে সাধারণ শিক্ষার্থী ও জনগণের কাছে আরো গ্রহণযোগ্য করার দিক-নির্দেশনা দেন কেন্দ্রীয় নেতারা।

বাংলাদেশ সময়:  ১৭৩৫ ঘণ্টা,  জুন ০৩, ২০১৭
এমআরএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।