ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

শান্তি স্থাপনে শেখ হাসিনার কোনো বিকল্প নেই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, জুন ৩, ২০১৭
শান্তি স্থাপনে শেখ হাসিনার কোনো বিকল্প নেই শান্তি স্থাপনে শেখ হাসিনার কোনো বিকল্প নেই

সিরাজগঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দূরদর্শী রাষ্ট্র পরিচালনায় দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে।

শনিবার (০৩ জুন) সিরাজগঞ্জে নির্মাণাধীন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের কাজের অগ্রগতি পরিদর্শন এবং জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

নাসিম বলেন, মানুষের মাথাপিছু আয় বেড়েছে, প্রবৃদ্ধির হারও বেড়েছে, জঙ্গি দমন করা হয়েছে।

দেশে রাজনৈতিক স্থিতিশীলতার কারণে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে।

মন্ত্রী বলেন, সরকার পদ্মাসেতু নির্মাণসহ দেশে উন্নয়নের বিশাল কর্মযজ্ঞ শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জের পৌনে সাতশ’ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ।

এছাড়া সিরাজগঞ্জে যমুনা নদী শাসন, স্বাস্থ্য বিভাগের আড়াইশ’ শয্যার হাসপাতাল ভবন, আইএইচটি ভবন, রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠানসহ হাজার কোটি টাকার নির্মাণ প্রকল্প প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান।
 
জেলা প্রশাসক কামরুন্নাহার সিদ্দিকার সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি, হাসিবুর রহমান স্বপন এমপি, আমজাদ হোসেন মিলন এমপি, সেলিনা বেগম স্বপ্না এমপি, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ ও সিভিল সার্জন ডা. শেখ মো. মনজুর রহমান প্রমুখ।

এর আগে দুপুরে মন্ত্রী শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের নির্মাণকাজ পরির্দশন করেন।
 
বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, জুন ০৩, ২০১৭
আরবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।