ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

‘নির্বাচন নিয়ে চক্রান্ত শুরু হয়েছে’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৫ ঘণ্টা, জুন ৪, ২০১৭
‘নির্বাচন নিয়ে চক্রান্ত শুরু হয়েছে’

ঢাকা: আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশি-বিদেশি চিহ্নিত মহল চক্রান্ত শুরু করেছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

রোববার (০৪ জুন) দুপুরে রাজধানীর ধানমণ্ডি আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেন, নির্বাচন এলেই ষড়যন্ত্র-চক্রান্ত শুরু হয়।

এরই অংশ হিসেবে দেশি-বিদেশি চিহ্নিত মহল চক্রান্ত শুরু করেছে। তবে ১৪ দল বসে থাকবে না এর বিরুদ্ধে লাখ লাখ মানুষ রাস্তায় নামবেন।

সভায় লংগদুতে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয় এবং এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান শরিক বিভিন্ন দলের নেতারা।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, জুন ০৪, ২০১৭
এসকে/আরআইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।