ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে খালেদার ইফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, জুন ৫, ২০১৭
রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে খালেদার ইফতার একিউএম বদরুদ্দোজা চৌধুরী, আ স ম আব্দুর রব ও মাহমুদুর রহমান মান্নাসহ কয়েকজন নেতার সঙ্গে আলাপরত খালেদা জিয়া। ছবি: ডিএইচ বাদল

ঢাকা: বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ইফতার করলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তার সঙ্গে ইফতারে অংশ নিয়েছেন বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক জামায়াতসহ বেশ কিছু রাজনৈতিক দলের নেতা।

সোমবার (৫ জুন) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে এ ইফতার ‍মাহফিলের আয়োজন করা হয়।  

এতে বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম।

আরও ছিলেন দলের শীর্ষ নেতা ফজলুল হক মিলন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শামা ওবায়েদ, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, শাহ নেসারুল হক, তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ, আমিরুল ইসলাম খান আলিম প্রমুখ।

খালেদার ইফতার আয়োজনে অংশ নেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী, এলডিপি’র সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, কল্যাণ পার্টির সভাপতি সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, তার স্ত্রী তানিয়া রব, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার।  
ইফতারের আগে নেতাদের নিয়ে মোনাজাত করছেন খালেদা জিয়া।  ছবি: ডিএইচ বাদলআরও ছিলেন জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নান, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান অ্যাডভোকেট এম এ রকিব, জাতীয় পার্টির (কাজী জাফর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান টিআইএম ফজলে রাব্বী চৌধুরী, জাগপা’র ভারপ্রাপ্ত সভাপতি সদ্যপ্রয়াত শফিউল আলম প্রধানের স্ত্রী অধ্যাপিকা রেহমান প্রধান, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সৈয়দ মজিবুর রহমান, মহাসচিব আহমদ আবদুল কাদের, জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা নুর হোসেন কাশেমী, মুফতি আবদুর রব ইউসুফী, বিজেপি’র আবদুল মতিন সউদ, জাতীয় পার্টির মোস্তফা জামাল হায়দার, আহসান হাবিব লিংকন, এলডিপি’র রেদোয়ান আহমেদ ও সাহাদাত হোসেন সেলিম।
 
এছাড়া জাগপা’র খোন্দকার লুৎফর রহমান, ব্যারিস্টার তাসমিয়া প্রধান, এনডিপি’র ফরিদুজ্জামান ফরহাদ, মোস্তাফিজুর রহমান মোস্তফা, খন্দকার গোলাম মুর্তজা, লেবার পার্টির ডা. মোস্তাফিজুর রহমান ইরান, হামদুল্লাহ আল মেহেদি, ন্যাপের জেবেল রহমান গানি, গোলাম মোস্তফা ভুঁইয়া, মুসলিম লীগের এএইচএম কামরুজ্জামান খান, শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, পিপলস লীগের গরীবে নেওয়াজ, সৈয়দ মাহবুব হোসেন, ইসলামিক পার্টির আবু তাহের চৌধুরী, ন্যাপ-ভাসানীর আজহারুল ইসলাম, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ, ডিএল’র সাইফুদ্দিন মনি, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা ইফতারে অংশ নেন।
 
দীর্ঘদিন ধরে বিএনপির কর্মসূচিতে অনুপস্থিত থাকা জামায়াতের নেতাদেরও ইফতারে দেখা যায়। অংশ নেন দলটির নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান, আ ন ম শামসুল ইসলাম, মিয়া গোলাম পারোয়ার, কর্মপরিষদ সদস্য সেলিম উদ্দিন, মঞ্জুরুল ইসলাম ভুঁইয়া, যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম বিন সাঈদী।
 
বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, জুন ০৫, ২০১৭/ আপডেট ২৩১১ ঘণ্টা
এএম/এইচএ/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।