ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

চাঁদাবাজি করায় সোনাগাজী ছাত্রলীগ সভাপতিকে অব্যাহতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, জুন ৫, ২০১৭
চাঁদাবাজি করায় সোনাগাজী ছাত্রলীগ সভাপতিকে অব্যাহতি

ফেনী: ফেনীর সোনাগাজীতে চাঁদা দাবিতে বৃদ্ধের গলায় জুতার মালা পরানোয় উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মোতালেব চৌধুরী রবিনকে অব্যাহতি দিয়েছে জেলা ছাত্রলীগ।

সোমবার (৫ জুন) বিকেলে জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন ফিরোজ ও সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি চাঁদার দাবিতে এক বৃদ্ধের গলায় জুতার মালা পরিয়ে দেন রবিন।

বিষয়টি জানার পর জেলা ছাত্রলীগ তদন্ত করে তাকে সংগঠন থেকে অব্যাহতি দিয়েছে।

বাংলাদেশ সময়: ০২৩১ ঘণ্টা, জুন ০৫, ২০১৭
এসএইচডি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।