ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ভোলায় ছাত্রদল নেতার ওপর হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫০ ঘণ্টা, জুন ৬, ২০১৭
ভোলায় ছাত্রদল নেতার ওপর হামলা

ভোলা: দুর্বৃত্তদের হামলায় ভোলার দৌলতখান উপজেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক আজমির হোসেন আহত হয়েছেন। 

সোমবার (৬ জুন) রাতে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় রাতেই আজমিরকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

এদিকে, হামলার ঘটনায় উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা জড়িত বলে অভিযোগ করেছেন দৌলতখান উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক কাজী ইকবাল হোসেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাজী ইকবাল বাংলানিউজকে বলেন, আজমির রাতে বাজারে ছিলেন। এ সময় ছাত্রলীগ ও যুবলীগের কিছু কর্মী তার ওপর হামলা চালান। পরে দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।  

এ ঘটনায় দৌলতখান থানায় মৌখিক অভিযোগ করা হয়েছে বলেও জানান তিনি।

তবে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বাংলানিউজকে জানান, তারা এমন কোনো অভিযোগ পাননি।

এদিকে, দলীয় নেতার ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন দৌলতখান উপজেলা ছাত্রদলের সভাপতি খন্দকার আল-আমিন।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, জুন ৬, ২০১৭
এসআইজে/এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।