ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

টিউলিপ, রুশনারা ও রূপা হককে রওশনের অভিনন্দন 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, জুন ৯, ২০১৭
টিউলিপ, রুশনারা ও রূপা হককে রওশনের অভিনন্দন  টিউলিপ রেজওয়ান সিদ্দিক, রুশনারা আলি ও রূপা হক

ময়মনসিংহ: জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এমপি ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশি বংশোদ্ভূত তিন কন্যা টিউলিপ রেজওয়ান সিদ্দিক, রুশনারা আলি ও রূপা হককে অভিনন্দন জানিয়েছেন। 

শুক্রবার (০৯ জুন) সন্ধ্যায় বিরোধী দলীয় নেতার কার্যালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মামুন হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  অভিনন্দন বার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, তাদের এ বিজয়ে দেশবাসীর মত তিনিও গর্ববোধ করছেন।

 

তিনি আরো বলেন, পুনরায় তাদের নির্বাচিত হওয়ায় প্রমাণ করে যুক্তরাজ্যের রাজনীতিতে তাদের বলিষ্ঠ ভূমিকা ও জনপ্রিয়তার শীর্ষে তাদের অবস্থান।  

বিরোধীদলীয় নেতা প্রত্যাশা করেন, এ তিন কন্যা যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের সকল ক্ষেত্রে ইতিবাচক সম্পর্ক সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।  

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, জুন ০৯, ২০১৭ 
এমএএএম/আরআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।