ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

‘৩০ সিটের ইতিহাস বিএনপির, আ’লীগের নয়’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, জুন ১০, ২০১৭
‘৩০ সিটের ইতিহাস বিএনপির, আ’লীগের নয়’ বর্ধিত সভায় ওবায়দুল কাদের-ছবি-বাংলানিউজ

ফেনী: আগামী নির্বাচনে আওয়ামী লীগ ৩০ সিট পাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এ বাণী কোথায় পেলেন। আওয়ামী লীগ ৩০ সিটও পাবে না এই দম্ভটি বিএনপি এর আগেও করেছিলো। কিন্তু ইতিহাসে দেখা যায় ৩০ সিটের রেকর্ড রয়েছে বিএনপির। 

শনিবার (১০ জুন) দুপুরে ফেনী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগকে যারা ধ্বংস করতে চেয়েছে তারাই ধ্বংস হয়েছে।

আওয়ামী লীগ ধ্বংস হওয়ার দল নয়। যারা ২০০১ সালের কথা ভাবছেন তারা বোকার স্বর্গে বাস করছেন। বিএনপি দল পুর্নগঠন করতে গিয়ে লাঠি খেলায় মেতে উঠেছে।

তিনি আরও বলেন, বিএনপি অন্যকে ৩০ সিট দিতে গিয়ে নিজেরাই ৩০ সিট পেয়েছে। আগামী নির্বাচনে তৃতীয়বারের মতো আওয়ামী লীগই বিপুল ভোটে নির্বাচিত হবে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, জনগণের সঙ্গে ভালো আচরণ করতে হবে। খারাপ আচরণ করলে জনগণ ব্যালটের মাধ্যমে এর জবাব দেবেন। তাহলে শেখ হাসিনার সব উন্নয়ন ম্লান হয়ে যাবে।

জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাহবুব উল আলম হানিফ, চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, জেলা পরিষদের প্রশাসক আজিজ আহাম্মদ চৌধুরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জাহান আরা বেগম সুরমা প্রম‍ুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জুন ১০, ২০১৭
এসএইচডি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।