ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

সাভারে উপ-নির্বাচনে আ’লীগ প্রার্থীর মনোনয়নপত্র জমা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, জুন ১২, ২০১৭
সাভারে উপ-নির্বাচনে আ’লীগ প্রার্থীর মনোনয়নপত্র জমা

সাভার (ঢাকা): সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।

সোমবার (১২ জুন) দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহম্মদ আমিনুর রহমান মিঞার কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, সাভার পৌরসভার মেয়র হাজি আব্দুল গনিসহ নেতাকর্মীরা।

আগামী ১৩ জুলাই চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৮ লাখ ৫৩ হাজার ৩৬৪ জন।

সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন হলেও বিএনপির কেউ এখনও মনোনয়নপত্র জমা দেননি।

নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আমিনুর রহমান মিঞা।

২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সাভার উপজেলা পরিষদের নির্বাচনে বিএনপির প্রার্থী কফিল উদ্দিন চেয়ারম্যান নির্বাচিত হন। নাশকতার মামলা হওয়ার পর তিনি পলাতক হওয়ায় ভাইস চেয়ারম্যান দেওয়ান মাইন উদ্দিন বিপ্লব ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান মিনি আক্তার উর্মি বিভিন্ন সময়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা থাকায় তারাও পলাতক ও দায়িত্ব পালনে ব্যর্থ হন। মাঝে প্যানেল চেয়ারম্যান হিসেবে ইউপি চেয়ারম্যানকেও দায়িত্ব দেওয়া হয়েছিল।

সর্বশেষ আইন অনুসারে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জুন ১২, ২০১৭
বিএস/এএসআর

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।