ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, জুলাই ৬, ২০১৭
জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার নলছিটিতে ইমাম বাতায়ন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

ঝালকাঠি: ইসলাম শান্তির ধর্ম। ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নেই। যারা ধর্মকে ব্যবহার করে জঙ্গিবাদ সৃষ্টির ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। 

বৃহস্পতিবার (০৬ জুলাই) বিকেলে ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী ইমাম বাতায়ন কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এসব কথা বলেন।  

শিল্পমন্ত্রী আ‌রও বলেন, কিছু কিছু মানুষ ধর্মের নামে আমাদের বিপদগামী করার চেষ্টা করছে, যা সকলের জন্য ক্ষতিকর।

 

ইমামদের উদ্দেশ্যে শিল্পমন্ত্রী বলেন, আপনারা জুমার নামাজের খুতবায় মুসল্লিদের পবিত্র কোরআনের সঠিক নির্দেশনা নিয়ে আলোচনা করবেন। ইসলামের যে মানবিক গুণগুলো রয়েছে, সেগুলো যদি আপনারা সঠিকভাবে তুলে ধরেন তাহলে জঙ্গিবাদ ও দুর্নীতি থাকবে না।  

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান সরদার মো. শাহ আলম। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউনুস লস্কর ও আওয়ামী লীগ নেতা সিদ্দিক হোসেন।  

দিনব্যাপী এ কর্মশালায় উপজেলার বিভিন্ন সমজিদের ২০০ ইমাম ও মুয়াজ্জিন উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২৩৫১ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৭
এমএস/এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।