ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

হাজীগঞ্জে ইয়াবাসহ ইউনিয়ন বিএনপির সম্পাদক আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, জুলাই ৬, ২০১৭
হাজীগঞ্জে ইয়াবাসহ ইউনিয়ন বিএনপির সম্পাদক আটক

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ এলাকা থেকে তিনশ’ পিচ ইয়াবাসহ মমিন হোসেন বেপারীকে (৪০) আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ জুলাই) রাত ৮টায় শহরের মকিমাবাদ দারুল উলুম আহমাদীয়া আলিয়া মাদ্রাসার ছাত্রাবাসের টিনের বেড়ার ভেতরে ইয়াবা’র প্যাকেট করার সময় পুলিশ তাকে হাতে-নাতে আটক করেন।

মমিন বাকিলা ইউনিয়নের চতন্তর বেপারী বাড়ীর মৃত নুরুল ইসলাম বেপারীর ছেলে।

তিনি হাজীগঞ্জ শহরে একটি ভাড়া বাড়িতে থাকতেন এবং দীর্ঘদিন ধরে বাকিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদুল ইসলাম বাংলানিউজকে বলেন, গত কয়েকদিন পুলিশ মাদক ও জঙ্গিবাদ বিরোধী অভিযান করে আসছে। তিনি অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ওই মাদ্রাসায় অভিযান চালিয়ে মমিনকে ইয়াবাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে। শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ০১৩৪ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৭
এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।