ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ইউপি চেয়ারম্যানসহ জামায়াতের ৪০ নেতাকর্মী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫২ ঘণ্টা, জুলাই ৭, ২০১৭
ইউপি চেয়ারম্যানসহ জামায়াতের ৪০ নেতাকর্মী গ্রেফতার

নীলফামারী: নীলফামারী জেলার ৬ উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলা ও চার্জশিটভুক্ত পলাতক ৪০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এরা সবাই জামায়াতের নেতাকর্মী।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার (৭ জুলাই) ভোর পর্যন্ত পুলিশের বিশেষ অভিযানে পলাতক এসব আসামিদের গ্রেফতার করা হয়।

জিআর, সিআর ও বিভিন্ন মামলার গ্রেফতারকৃতদের মধ্যে জলঢাকা থানায় ২১ জন, ডোমার থানায় ৬ জন, কিশোরীগঞ্জ থানায় ৫ জন, সদর থানায় ৩ জন, সৈয়দপুর থানায় ৩ জন ও ডিমলা থানায় ২ জন রয়েছে।

জেলা পুলিশের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে চারজন বিস্ফোরক মামলার আসামি রয়েছে। এরা হলেন-জলঢাকা উপজেলা গোলমুন্ডা ইউনিয়নের জামায়াতের আমির ও ওই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হোসেন (৫৫) একই এলাকার সক্রিয় জামায়াত কর্মী আব্দুর রাজ্জাক (৪৮), আহমেদ হোসেন (৪৫) ও কিছামত খুটামারা বটতলী এলাকার জামায়াত কর্মী সৈয়দ আলী (৪৫)।

এছাড়া একই থানার জামায়াত কর্মী দক্ষিণ দেশীবাই এলাকার মাহমুদুল আলম (৩৫), নুরুজ্জামান (৩২) ও মীরগঞ্জ এলাকার নঈমুন হককে (৩০) ১৫১ ধারায় গ্রেফতার করা হয়।

অপরদিকে ৩৩ জন আসামি আদালতের ওয়ারেন্টভুক্ত। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা, চুরি-ডাকাতি ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, ০৭ জুলাই, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।