ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমিরসহ আটক ১৫ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩০ ঘণ্টা, জুলাই ৭, ২০১৭
গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমিরসহ আটক ১৫  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটা উপজেলায় গোপন বৈঠকের সময় জেলা জামায়াতের নায়েবে আমির ওয়ারেছ আলম দুদু ও সাঘাটা থানা জামায়াতের সেক্রেটারি এনামুল হকসহ জামায়াতের ১৫ নেতাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৭ জুলাই) সকালে সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের তেলিয়ান সাহারভিটা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক বাকি কারো নাম জানা যায়নি।

বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, ভোরে তেলিয়ান সাহারভিটা এলাকায় বৈঠক করছিলেন জেলা জামায়াতের শীর্ষ নেতারা। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে।  

তিনি আরও জানান, নাশকতার পরিকল্পনা করতে জামায়াত নেতারা গোপনে মিলিত হয়েছিলেন।  

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।