ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

চাঁদপুরে বিএনপির সংবাদ সম্মেলন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, জুলাই ১১, ২০১৭
চাঁদপুরে বিএনপির সংবাদ সম্মেলন

চাঁদপুর: চাঁদপুরে চেঙ্গারচর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালীর নেতৃত্বে সংঘবদ্ধ হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মতলব উত্তর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।

মঙ্গলবার (১১ জুলাই) সকাল ১১টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু।

তিনি বলেন, মতলব উত্তর উপজেলায় বিএনপিকে কোনো ধরনের রাজনৈতিক ও সামাজিক আচার অনুষ্ঠান করতে দেওয়া হয় না। কোনো অনুষ্ঠানের আয়োজন করা হলে তাদের ওপর হামলা চালানো এবং মামলা দিয়ে হয়রানি করা হয়।

তিনি আরও বলেন, শুক্রবার (৭ জুলাই) সকাল ১০টায় উপজেলার চেঙ্গারচর পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়া প্রধানের অসুস্থতার খবর নিতে তার বাড়িতে যান পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মহসিন, পৌর ছাত্রদলের সভাপতি শাহরিয়ার কামাল, সাংগঠনিক সম্পাদক মাহবুব আহম্মেদ। এসময় চেঙ্গারচর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালীর নেতৃত্বে একটি সংঘবদ্ধ দল তাদের ওপর হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এসময় আরো বক্তব্য রাখেন-উপজেলা বিএনপির সভাপতি এহছানুল হক ফকির ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপি নেতা এনামুল হক বাদল।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, জুলাই ১১, ২০১৭
টিএ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ