ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

রাজবাড়ীতে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, জুলাই ১১, ২০১৭
রাজবাড়ীতে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

রাজবাড়ী: রাজবাড়ী জেলা বিএনপির নবগঠিত কমিটির দফতর সম্পাদক খন্দকার নুরুল নেওয়াজকে কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১১ জুলাই) দিনগত রাত ১১টার দিকে জেলা শহরের বিনোদপুর লোকসেড এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সুমন মন্ডল (২৫) নামে এক দুর্বৃত্তকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ অ্যাডভোকেট এম এ খালেক বাংলানিউজকে বলেন, জেলা শহরের রেল স্টেশন এলাকায় আমার চেম্বারে রাজনৈতিক মিটিং শেষে রাত ১১টার দিকে বিনোদপুরের নিজ বাড়িতে ফিরছিলেন নুরুল। লোকসেড এলাকায় সাবেক পৌর মেয়র হাবিবুর রহমানের বাড়ির সামনে পৌঁছালে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তার কোমর, কপালে, হাতে ও চোখে কুপিয়ে জখম করে। পরে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়।
 
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, আটক সুমনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের ধরতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।  

বাংলাদেশ সময়: ০৩০০ ঘণ্টা, জুলাই ১২, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ