ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

বাধা পেরিয়ে অবশেষে লন্ডন গেলেন ইলিয়াস পত্নী লুনা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১১ ঘণ্টা, জুলাই ১২, ২০১৭
বাধা পেরিয়ে অবশেষে লন্ডন গেলেন ইলিয়াস পত্নী লুনা

ঢাকা: দু’দফা বাধা পেরিয়ে অবশেষে লন্ডনের উদ্দেশে যাত্রা করেছেন নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা তাহসীনা রুশদী লুনা।

বুধবার (১২ জুলাই) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে লন্ডনের পথে উড়াল দেন তিনি।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ সকালেও তাকে একবার বাধা দেওয়া হয়েছিল। পরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে লন্ডনের পথে যাত্রা করেন তিনি।

তিনি আরও জানান, লুনার বড় ছেলে লন্ডনের কিংসটন ইউনিভার্সিটি থেকে সম্প্রতি স্নাতক শেষ করেছেন। ছেলের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য লন্ডন যাচ্ছেন তিনি।

এর আগে রোববার (০৯ জুলাই) লন্ডন যাত্রাকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠায় ইমিগ্রেশন পুলিশ। কিন্তু বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানো হয়।

ইমিগ্রেশন বিভাগ লন্ডনে যেতে বাঁধা দেওয়ার পর হাই কোর্টে রিট করেন লুনা। সোমবার হাই কোর্টের বিচারপতি মো. তারিক উল হাকিম ও মো. ফারুকের সমন্বয়ের গঠিত বেঞ্চ তাকে বিদেশে যেতে বাঁধা না দেওয়ার নির্দেশ দিয়ে আদেশ জারি করেন।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, জুলাই ১২, ২০১৭
এজেড/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ