ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, জুলাই ১২, ২০১৭
স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা

ঢাকা: দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

বৃহস্পতিবার (১৩ জুলাই) রাত সাড়ে ৮টায় গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
 
বুধবার (১২ জুলাই) রাতে বিএনপির চেয়ারপারসনের দুই প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান ও শামসুদ্দিন দিদার বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।


 
দলীয় সূত্রে জানা গেছে, লন্ডন যাত্রার আগে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা, লন্ডনে অবস্থানকালীন দলের সব কর্মকাণ্ড সমন্বয় করার দায়িত্ব ন্যস্ত এবং সিনিয়র ভাইস চেয়ারম্যানের সঙ্গে তার আলোচনার বিষয়বস্তু দলের নীতি নির্ধারকদের সঙ্গে আলোচনার জন্যই এ বৈঠক ডেকেছেন খালেদা জিয়া।
 
উল্লেখ্য, কয়েক দিনের মধ্যেই ব্যক্তিগত সফরে লন্ডন যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন। চিকিৎসা, বড় ছেলে তারেক রহমান এবং প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্যই তার এ সফর।
 
বাংলাদেশ সময়: ০০১৬ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৭
এজেড/এসও/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ