ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় যুব শ্রমিক দলের পরিচিতি সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৭
বগুড়ায় যুব শ্রমিক দলের পরিচিতি সভা

বগুড়া: বগুড়ায় জেলা যুব শ্রমিক দলের নবগঠিত কমিটির পরিচিত সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ জুলাই) দুপুরে শহরের নবাববাড়ী রোডের দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

যুব শ্রমিক দল জেলা শাখার সভাপতি আবু তাহের সরকার শাহীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-  জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম।

তিনি বলেন, সহায়ক সরকার প্রতিষ্ঠায় সামনের দিনে আন্দোলন সংগ্রাম করতে হবে। বর্তমান সরকার এমনিতে কোনো দাবি মেনে নেবে না। দাবি আদায়ের আন্দোলনের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।

এছাড়া সভায় জেলা বিএনপির উপদেষ্টা মো. শোকরানা, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নাজমুল হুদা পপন, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ, যুগ্ম সম্পাদক সাইদুল কবির, শহর শ্রমিক দলের সভাপতি লিটন শেখ প্রমুখ বক্তব্য রাখেন।

সভা শেষে যুব শ্রমিকদলের নবগঠিত কমিটির নেতাদের ফুল দিয়ে বরণ করে নেন বিএনপি ও শ্রমিক দল নেতারা।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৭
এমবিএইচ/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।