ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

রাজনৈতিক সৌন্দর্য ধরে রাখতে ছাত্রলীগকে সুসংগঠিত হতে হবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৭
রাজনৈতিক সৌন্দর্য ধরে রাখতে ছাত্রলীগকে সুসংগঠিত হতে হবে রাজনৈতিক সৌন্দর্য ধরে রাখতে ছাত্রলীগকে সুসংগঠিত হতে হবে

কেরানীগঞ্জ (ঢাকা): রাজনৈতিক সৌন্দর্য ধরে রাখতে হলে ছাত্রলীগকে সুসংগঠিত হতে হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

শুক্রবার (১৪ জুলাই) বেলা ১২টায় দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়ন ছাত্রলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ছাত্রলীগ সুসংগঠিত না হলে রাজনৈতিক স্থিতিশীলতা কমে যায়।

ছাত্রলীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া বাংলাদেশের সবচেয়ে প্রাচীন সংগঠন। পরে গঠিত হয় মুসলিম লীগ তারপর বাংলাদেশ আওয়ামী লীগ। এরপর পর্যায়ক্রমে গঠন করা হয় বিভিন্ন অঙ্গ সংগঠন।

তিনি আরো বলেন, বাংলাদেশের ইতিহাসে ছাত্রলীগের ভূমিকা অনেক। ছাত্রলীগকে কলুষিত হতে দেওয়া যাবে না। ছাত্রলীগ থেকে অছাত্র ও মাদকসেবীদের বাদ দিতে হবে। ছাত্রলীগ ছাত্রদের সংগঠন, এটা কোনো গুণ্ডাদের সংগঠন নয়।

এসময় প্রতিমন্ত্রী রোমেল মাহমুদকে সভাপতি, আল আমিন মাহমুদকে সাধারণ সম্পাদক ও জসিম আহমেদ মিলনকে ১নং সহ সভাপতি করে কোন্ডা ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করেন।

কোন্ডা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক রোমেল মাহমুদের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন- কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান রাসেল, জিনজিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাকুর হোসেন সাকু, কোন্ডা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান ফারুক চৌধুরী, ঢাকা জেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম মামুন, ঢাকা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন রাজিব প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৭
টিএ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।