ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

৫ জানুয়ারির মতো নির্বাচন এ দেশে হতে দেওয়া হবে না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৭
৫ জানুয়ারির মতো নির্বাচন এ দেশে হতে দেওয়া হবে না বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ডা. এ জেড জাহিদ হোসেন

সিরাজগঞ্জ: বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ডা. এ জেড জাহিদ হোসেন বলেছেন, ৫ জানুয়ারির মতো নির্বাচন এ দেশে আর হতে দেওয়া হবে না। জনগণকে বাদ দিয়ে নির্বাচন করার ষড়যন্ত্র করলে জনগণই সেটা প্রতিহত করবে।

শুক্রবার (১৪ জুলাই) বিকেলে জেলার উল্লাপাড়ায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডা. এম এ মাজেদের কুলখানি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন- যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল ওয়াহাব, উল্লাপাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব আজাদ হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, সদর ইউপির সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান মানু, বিএনপি নেতা ডা. আব্দুল লতিফ, ডা. দেলোয়ার হোসেন মিঠু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।