ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপি নেতার মৃত্যুতে মির্জা ফখরুলের শোক 

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
বিএনপি নেতার মৃত্যুতে মির্জা ফখরুলের শোক 

ঢাকা: গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি তমিজউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৭ জুল‍াই) বিএনপি দফতরের পাঠানো এক বার্তায় এ শোক জানানো হয়।  

শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, জিয়াউর রহমানের নীতি ও আদর্শ এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসী মরহুম তমিজউদ্দিন আহমেদ কালীগঞ্জ উপজেলা বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে যে অগ্রণী ভূমিকা পালন করেছেন তা এলাকার নেতা-কর্মীদের মনে চিরস্মরণীয় হয়ে থাকবে।

‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে তার সাহসী ভূমিকা ছিল প্রশংসনীয়। মহান মুক্তিয‍ুদ্ধে বীরত্বের জন্য এলাকার সর্বস্তরের মানুষ তাকে চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। ’

তিনি বলেন, মরহুমের পরিবারবর্গ ও এলাকাবাসীর মতো আমিও তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি।

মরহুম তমিজউদ্দিন আহমেদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিএনপি মহাসচিব।  

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।