ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপি নেতা দুলু আইসিইউতে 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
বিএনপি নেতা দুলু আইসিইউতে 

নাটোর: বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, নাটোর জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (১৭ জুলাই) রাত ৯টার দিকে তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাকে আইসিইউতে রাখা হয়েছে।

নাটোর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আমিনুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বাংলানিউজকে জানান, রাত আনুমানিক ৯টার দিকে রাজধানীর গুলশান-২ এলাকার নিজ বাসভবনে অবস্থানকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। এসময় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে তাৎক্ষণিকভাবে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।  

সেখানে আইসিইউতে রেখে তার চিকিৎসা চলছে। মঙ্গলবার (১৮ জুলাই) সকালে তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করার পর উন্নত চিকিৎসা দেওয়া হবে বলে হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান।

বাংলাদেশ সময়: ০০১৫ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৭
এসএনএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।