ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

নৌকার প্রার্থীদের বিজয়ে এখন থেকেই কাজ করতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৭
নৌকার প্রার্থীদের বিজয়ে এখন থেকেই কাজ করতে হবে নৌকার প্রার্থীদের বিজয়ে এখন থেকেই কাজ করতে হবে

বগুড়া: আগামী নির্বাচনে নৌকার প্রার্থীদের বিজয়ী করতে এখন থেকেই কাজ করতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে বগুড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
 
জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ বর্ধিত সভায় নানক আরো বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে।

নির্বাচনকে বিভিন্ন মহল প্রভাবিত করার চেষ্টা করছে। এসবের বিরুদ্ধে নেতাকর্মীদের সোচ্চার হতে হবে।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাহসী নেতা উল্লেখ করে নানক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার বিচার করেছেন তিনি। একইভাবে অত্যন্ত সাহসীকতার সঙ্গে তিনি যুদ্ধাপরাধীদের বিচার ও রায় কার্যকর করেছেন।
 
তাই তার হাতকে আরো শক্তিশালী করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির এই নেতা।
 
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনুর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।
 
এছাড়া সভায় বগুড়া-৫ আসনের এমপি হাবিবর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, আওয়ামী লীগ নেতা রাগেবুল হাসান রিপু, টি জামান নিকেতা, মঞ্জুরুল আলম মোহন, আসাদুর রহমান দুলুসহ দলের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতা বক্তব্য রাখেন।
 
পরে প্রধান অতিথি দলের সদস্য পদ নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন।
 
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৭
এমবিএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।