ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

নির্বাচন কারো জন্য বসে থাকবে না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
নির্বাচন কারো জন্য বসে থাকবে না মোহাম্মদ নাসিম

সিরাজগঞ্জ: নির্বাচন কারো জন্য বসে থাকবে না। সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধিনেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

বুধবার (১৯ জুলাই) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার বাহুকা মসজিদ মাঠে আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোনো ষড়যন্ত্র করে নির্বাচন ভণ্ডুল করা যাবে না।

এখনও সময় আছে ষড়যন্ত্রের পথ পরিহার করে নির্বাচনের পথে হা‍ঁটুন। অন্যথায় অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে।

রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোক্তাদির বকুলের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন- রতনকান্দি ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা খোকন, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আশরাফুল ইসলাম চৌধুরী জগলু, সিরাজগঞ্জ সদর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান দুদু, কাজীপুর উপজেলার চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান।

এর আগে মন্ত্রী বাহুকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পুনঃনির্মাণ কাজ পরিদর্শন করেন। এ সময় সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রউফ, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সিভিল সার্জন ডা. শেখ মো. মনজুর রহমান, পানি উন্নয়ন বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বাবুল চন্দ্র শীল, নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম এবং এইচইডির নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।