ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

মানিকগঞ্জে তাহের স্মরণে আলোচনা সভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৩ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭
মানিকগঞ্জে তাহের স্মরণে আলোচনা সভা আলোচনা সভা

মানিকগঞ্জ: মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার আবু তাহের বীর উত্তমের ৪১তম মৃত্যুবার্ষিকী স্মরণে মানিকগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ জুলাই) দুপুরে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মানিকগঞ্জ জেলা কমিটির আয়োজনে জেলা পরিষদ মিলনায়তন কক্ষে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

জাসদের মানিকগঞ্জ জেলা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাসদের স্থায়ী কমিটির সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. আনোয়ার হোসেন।

এ সময় আরও বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জাসদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ওবায়দুর রহমান, জেলা শাখার সাধারণ সম্পাদক আফজাল হোসেন খান জকি, মানিকগঞ্জ পৌরসভা মেয়র গাজী কামরুল হুদা সেলিম ও ঘাতক দালাল নির্মূল কমিটি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট দীপক ঘোষসহ অনেকেই।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।