ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় ‘শহীদ তাহের দিবস’ উপলক্ষে জাসদের সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২০ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭
বগুড়ায় ‘শহীদ তাহের দিবস’ উপলক্ষে জাসদের সভা জাসদের সভায় বক্তারা

বগুড়া: ৪১তম ‘শহীদ কর্ণেল আবু তাহের দিবস’ উপলক্ষে বগুড়ায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ জুলাই) দুপুরে শহরের সাতমাথার দলীয় কার্যালয়ে জেলা জাসদের সহ-সভাপতি ইকবাল হোসেন খান রতনের সভাপতিত্বে এ সভার আয়োজন করা হয়।  

সভায় বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কমিটির নেতা অ্যাডভোকেট এমদাদুল হক ইমদাদ,  জেলার সহ-সভাপতি হেলাল উদ্দিন আঙ্গুর, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ফারুক, শহর জাসদের সভাপতি রবীন্দ্রনাথ দাস রঞ্জন, সাংগঠনিক সম্পাদক আতিকুজ্জামান তুহিন, সদর থানা জাসদের সভাপতি হারুনার রশিদ চৌধুরী, জেলা যুবজোটের সাধারণ সম্পাদক ওবায়দুল হক, জেলা শ্রমিক জোটের সভাপতি মকবুল হোসেন, শ্রমিক নেতা আশরাফ আলী, খোকা প্রমুখ।

সভায় বক্তারা বলেন,  রাজনীতির মাঠ থেকে রাজাকারদের বিদায় করতে হবে। জঙ্গিদের বর্জন করে মুক্তিযুদ্ধের চেতনায় সোনার বাংলা গড়ার সংগ্রামে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।  

বক্তারা কর্নেল তাহেরের চেতনায় মুক্তিযুদ্ধের পথে, সমাজতন্ত্রের পথে লড়াই এগিয়ে নেওয়ার জন্য জাসদের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭
এমবিএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।