ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

রাজনৈতিক দলের নিবন্ধন আইন সংশোধনের দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭
রাজনৈতিক দলের নিবন্ধন আইন সংশোধনের দাবি প্রেসক্লাবের সামনে অনিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মানববন্ধন; ছবি- কাশেম হারুন

ঢাকা: রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের বর্তমান আইন সংশোধনের দাবি জানিয়েছে কয়েকটি ক্ষুদ্র রাজনৈতিক দলের নেতারা। শনিবার (২২ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এই দাবি জানিয়ে তারা বলেন, ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০-খ ধারার বাতিল করতে হবে। কেন্দ্রীয় কমিটি, কেন্দ্রীয় কার্যালয় ও গঠনতন্ত্রের ভিত্তিতে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রদান করতে হবে। পাশাপাশি নিবন্ধনের প্রক্রিয়া সারা বছর চালু রাখতে হবে।

দল নিবন্ধন আইন সংশোধন আন্দোলনের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ কর্মসংস্থান আন্দোলন,বাংলাদেশ জাতীয় দল, তৃণমূল জনতা পার্টির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ কংগ্রেস পাটির চেয়ারম্যান ও অনিবন্ধিত রাজনৈতিক দলের প্রধান সমন্বয়কারী এ্যাডভোকেট কাজী রেজাউল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কর্মসংস্থান আন্দোলনের সভাপতি মো. দেলোয়ার হোসাইন, বিএনএ জোটের কো চেয়ারম্যান ও বিএলডিপির চেয়ারম্যান, সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ, বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাডভোকেট মো.ইয়ারুল ইসলাম, তৃণমূল জনতা পার্টির চেয়ারম্যান ও গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. মো.নাজিম উদ্দিন আহমেদ ও মহাসচিব মুক্তিযোদ্ধা সরদার নাজিম উদ্দিন আহমেদ গেরিলা, সোনার বাংলা পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ হারুন-অর-রশিদ, বাংলাদেশ জাতীয় দলের মহাসচিব রফিকুল ইসলাম, গণঅধিকার অধিকার পার্টির চেয়ারম্যান হোসেন মোল্লা, বাংলাদেশি আম-জনতা ইনসাফ পার্টির চেয়ারম্যান মোহাম্মদ হাসান, বাংলাদেশ গণমুক্তি পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মোনেম, বাংলাদেশ রিপাবলিকান পার্টির চেয়ারম্যান অধ্যাপক বজলুর রহমান আমিনী প্রমুখ।

বক্তারা বলেন, আগে যেখানে ১০টি জেলা কমিটি এবং ৫০ উপজেলা কমিটি করার বিধান ছিল এখন তার দ্বিগুণ করে ২২ টি জেলা কমিটি এবং ১০০ উপজেলা কমিটির বিধান করা হয়েছে যা একটা নতুন দলের জন্য খুবই কষ্টকর। নির্বাচন কমিশনকে দল নিবন্ধনের প্রক্রিয়া গণতন্ত্রের স্বার্থে শিথিল করতে হবে।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭
এমএফআই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।