ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

বামপন্থিদের জোট এ মাসেই, গড়বেন রব-মান্নারাও

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১১ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
বামপন্থিদের জোট এ মাসেই, গড়বেন রব-মান্নারাও সিপিবি-বাসদ, রব-মান্না

ঢাকা: আসম আব্দুর রব ও মাহমুদুর রহমান মান্না যে জোট গঠনের উদ্যোগ নিয়েছেন, তাতে  থাকছেন না বামপন্থিরা। এ মাসেই আসছে বাম দলগুলোর আলাদা জোট।

তবে রব-মান্নাদের আলাদা জোট গঠন করে সমান্তরাল কর্মসূচিতে যেতে বলছে বাম দলগুলো। এরপর আন্দোলনের মাধ্যমে একটি জায়গায় আসা হবে।

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), গণফোরাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বিকল্পধারা বাংলাদেশ, নাগরিক ঐক্য, কৃষক শ্রমিক জনতা লীগসহ আরও কয়েকটি বাম দলকে নিয়ে আগামী নির্বাচনকে সামনে রেখে জোটটি গঠনের উদ্যোগ নেওয়া হয়। জেএসডির সভাপতি আসম আব্দুর রব ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এ উদ্যোগ নেন।

এ নিয়ে গত ১৩ জুলাই রবের বাসায় বৈঠকও হয়। তবে শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ জোটের উদ্যোগে না থেকে আলাদা আলাদা জোটের মাধ্যমে সমান্তরাল কর্মসূচি করার দিকে এগোচ্ছে বামপন্থি দলগুলো।

বাম দলগুলোর আলাদা জোট গঠনের প্রক্রিয়াও ইতোমধ্যেই চূড়ান্ত হয়ে গেছে।  গত ১৫ জুলাই সিপিবি, বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার যৌথ সভায় এ জোট গঠনের সিদ্ধান্ত হয়।

আনুষ্ঠানিকভাবে জোট ঘোষণার আগে আগামী ২৭ জুলাই ঢাকায় যৌথ সমাবেশ করতে যাচ্ছে বাম দলগুলো। এরপর আগামী ৩০ জুলাই যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এ জোটের আত্মপ্রকাশ ঘটবে বলে জানা গেছে।  

জোটভুক্ত দলগুলো হলো- সিপিবি, বাসদ এবং গণতান্ত্রিক বাম মোর্চাভুক্ত বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাসদ (মার্কসবাদী), গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, ইউনাইটেড কমিউনিস্ট লীগ ও সমাজতান্ত্রিক দল।

অন্য বাম দলগুলোকেও বাম জোটে টানার উদ্যোগ রয়েছে বলেও জানা গেছে।

জোট গঠনের প্রক্রিয়ায় যুক্ত বাম নেতারা জানান, রব-মান্না যে জোট গঠনের উদ্যোগ নিয়েছেন, ওই জোটের সঙ্গে বামপন্থিদের জোট ঐক্যবদ্ধ হয়ে এক জোটে আসার সম্ভাবনাও নেই।

বামপন্থিদের জোটে যে দলগুলো থাকছে সেগুলোর মধ্যে সিপিবিসহ কোনো কোনো দলের রব-মান্নার জোটের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার ব্যাপারে দ্বিমত রয়েছে। সিপিবি মনে করে, ওই জোটের সঙ্গে বামপন্থিদের জোট সরাসরি ঐক্যবদ্ধ না হয়ে জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে দুই জোট নিজ নিজ অবস্থান থেকে সমান্তরাল কর্মসূচি পালন করা যেতে পারে। বাসদও একই ধরনের অবস্থানে রয়েছে।  

সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বাংলানিউজকে বলেন, ‘তারা বামপন্থি নন। তাদের সঙ্গে আমাদের কর্মসূচিগত পার্থক্য আছে। তাদের সঙ্গে আমাদের জোট গঠন হয় তো সম্ভব হবে না। তবে তারাও জোট গঠন করে জনগণের ইস্যু নিয়ে রাজপথে এলে ভালো’।

‘বাম গণতান্ত্রিক বিকল্প গড়ার লক্ষ্যে আমরা বামপন্থি দলগুলো একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের জোটের কর্মসূচির চূড়ান্ত করার কাজ চলছে। অচিরেই সেটি ঘোষণা করা হবে’।

অন্যদিকে আ স ম আব্দুর রবের বাসায় গত ১৩ জুলাই রাতের বৈঠকে তিনি ছাড়াও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, গণতান্ত্রিক বাম মোর্চার সাইফুল হক, কৃষক শ্রমিক জনতা লীগ ও জেএসডির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। সেখানে জোট গঠনের বিষয় নিয়ে আলোচনা হয়।  

ওই প্রক্রিয়া সংশ্লিষ্টরা জানান, তারা দ্রুতই আবার বৈঠকে বসবেন। জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), গণফোরাম, বিকল্পধারা বাংলাদেশ, নাগরিক ঐক্য ও কৃষক শ্রমিক জনতা লীগ নিয়ে এ জোট গঠনের সম্ভাবনা রয়েছে।  

মাহমুদুর রহমান মান্না বাংলানিউজকে বলেন, ‘আমরা যারা বামপন্থি নই, তারা এখনই ঐক্যবদ্ধ জোট চাচ্ছি। কিন্তু বামপন্থিরা এখনই ঐক্যবদ্ধ প্লাটফর্ম করতে চান না। তারা চান, তারা তাদের জোট নিয়ে অগ্রসর হবেন আর আমরা আমাদের জোট নিয়ে অগ্রসর হবো। এর পর আন্দোলনের মাধ্যমে একটি জায়গায় আসা হবে’।

‘আমরা মনে করি, ঐক্যটা এখনই দরকার। তবে এ মাসের শেষের দিকে আমরা আবার বসে সিদ্ধান্ত নেবো’।  

বাংলাদেশ সময়: ০৯১১ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭ 
এসকে/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।