ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

সাতক্ষীরায় শতাধিক জামায়াত নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
সাতক্ষীরায় শতাধিক জামায়াত নেতাকর্মী আটক

সাতক্ষীরা: সাতক্ষীরায় জামায়াতের শতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৪ জুলাই) বিকেল ৫টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার বাকাল চেকপোস্ট, কদমতলা ও আগরদাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুস সোবহান মুকুল, কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মুজাহিদ আলী, সেক্রেটারি জেনারেল আব্দুল ওহাব, কালিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জয়নব পারভীন, আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান শহীদুল ইসলাম রয়েছেন।

সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার বাংলানিউজকে জানান, জামায়াতের বেশকিছু নেতাকর্মীকে আটক করা হয়েছে।

এখন যাচাই-বাছাই চলছে। যাদের বিরুদ্ধে কোনো মামলা নেই তাদের ছেড়ে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
টিএ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।