ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

হোসেনপুরে ভাঙনে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ দিল আ’ লীগের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
হোসেনপুরে ভাঙনে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ দিল আ’ লীগের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সাহেবেরচর গ্রামে পুরাতন ব্রহ্মপুত্র নদের ভাঙনে ক্ষতিগ্রস্ত ১৬৫ পরিবারের মধ্যে দুই লাখ ৫০ হাজার টাকা বিতরণ করেছে উপজেলা আওয়ামী লীগ।

মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে এ অর্থ বিতরণ করা হয়।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়ার সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-জেলা আওয়ামী লীগের সদস্য কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক, আওয়ামী লীগ নেতা মো. শাহাজাহান পারভেজ, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এম এ হালিম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরুল কায়েস, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক প্রদীপ কুমার সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলীপ দে, সিদলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।