ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

যুব মহিলা লীগের ১২১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
যুব মহিলা লীগের ১২১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

ঢাকা: আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের ১২১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। জাতীয় সম্মেলনের প্রায় সাড়ে চার মাস পর এ কমিটি ঘোষণা করা হলো। 

ঘোষিত কমিটিতে ২১ জন সহ সভাপতি, ৮ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ৮ জন সাংগঠনিক সম্পাদক, বিভিন্ন সম্পাদকীয় পদে ১৫ জন, সহ সম্পাদক ১৫ জন এবং ৫২ জনকে কার্যনিবার্হী সদস্য করা হয়েছে।  

চলতি বছর ১১ মার্চ যুব মহিলা লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে নাজমা আক্তার সভাপতি এবং অপু উকিল সাধারণ সম্পাদক পুননির্বাচিত হন।
 
মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার এ নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন। এসময় সংগঠনের সাধারণ সম্পাদক অপু উকিল উপস্থিত ছিলেন।
 
নতুন কমিটিতে ২১ জন সহ সভাপতি হলেন- জাকিয়া পারভিন মনি, শিরিনা নাহার লিপি, আদিবা আঞ্জুম মিতা, শামিমা চৌধুরী বিথী, কোহলী কুদ্দুস মুক্তি, আশরাফুন্নেছা পারুল, ডেইজী সরোয়ার, হোসনে আরা হাসু, আফরোজা মনসুর লিপি, কেশোয়ারা সুলতানা সালমা, ইয়াসমীন সুলতানা পপি, ইসরাত জাহান নাসরীন, আফসানা হাসান ডেইজী, পারভীন খায়ের, নার্গিস মাহতাব, শারমীন জাহান মেরী, রাশেদা পারভীন মনি, শাহনাজ মতিন ঘূর্ণী, জিন্নাতুন্নেছা রোজী, আফসানা ফেরদৌস কেকা, সেলিনা রহমান।

যুগ্ম সাধারণ সম্পাদকরা হলেন- রাজিয়া পারভীন লাকি, নুসরাত জাহান জেসমিন, শাহনাজ পারভীন ডলি, খ মমতা হেনা লাভলী, খোদেজা নাছরীন, শারমীন আক্তার নিপা, শামসুন্নাহার রত্না, জেদ্দা পারভীন খান রিমি।

সাংগঠনিক সম্পাদক আটজন হলেন- ফারজানা ইয়াছমীন বিপ্লবী, সালমা ভূইয়া চায়না, শারমিন সুলতানা লিলি, মাহফুজা রিনা, নাসরীন সুলতানা ঝরা, জাকারিয়া সৃজনী শিউলি, শারমীন সুলতানা শরমী, জেসমিন শামীমা নিঝুম।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭ 
এসকে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।