ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের দ্বি-বার্ষিক সম্মেলন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের দ্বি-বার্ষিক সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) মুকসুদপুর সদর ঈদগাহ মাঠে এ সম্মেলন হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি।

সম্মেলন উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদ।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ ফারুক খান ছাত্রলীগের নেতাকর্মীদের লেখাপড়ার পাশাপাশি প্রধানমন্ত্রী ঘোষিত ২০২১ সালের ভিশন বাস্তবায়নে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে সব সময় ছাত্রলীগ এগিয়ে ছিল, আগামীতেও সে ঐতিহ্য ছাত্রলীগের নেতাকর্মীরা ধরে রেখে দেশকে এগিয়ে নিয়ে যাবে।

তিনি প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

এসময় অনেকের মধ্যে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট উম্মে রাজিয়া কাজল এমপি, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহবুব আলী খান ও মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার বক্তব্য রাখেন।

পরে জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদ মুকসুদপুর উপজেলার তিনটি ইউনিট এর নতুন কমিটি ঘোষণা করেন। মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের নতুন সভাপতি রিফাতুল আলম মুছা, সহ-সভাপতি বোরহান, সাধারণ সম্পাদক মেহেদি হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক তানভির, সাংগঠনিক সম্পাদক মারুফ, পৌর ছাত্রলীগের সভাপতি নিভেল, সহ-সভাপতি কুদরত, সাধারণ সম্পাদক শিপন মোল্যা, কলেজ ছাত্রলীগের সভাপতি জব্বারুল আলম মাহফুজ ও সাধারণ সম্পাদক নাইম কাজী।
 
সম্মেলনে ছাত্রলীগের নেতাকর্মী ছাড়াও আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।