ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

‘একতরফা নির্বাচন জনগণ মানবে না’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৭
‘একতরফা নির্বাচন জনগণ মানবে না’ বিএনপির সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: বাংলানিউজ

বরিশাল: নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের জনগণ একতরফা নির্বাচন মেনে নেবে না।

বুধবার (২৬ জুলাই)  দুপুরে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ফখরুল নেতাকর্মীদের আন্দোলনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আওয়ামী লীগ সহজেই সহায়ক সরকার বা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেবে না।



২০১৪ সালের ৫ জানুয়ারির প্রহসনের নির্বাচন জনগণ আর চায় না উল্লেখ করে তিনি বলেন, এ দেশের মানুষ একতরফা নির্বাচন মেনে নেবে না।

গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপি গণতন্ত্রের অধিকারের জন্য লড়ছে। আমাদের বিজয় আনতে হবে। ঐক্য আর শক্তিশালী নেতৃত্বের কোনো বিকল্প নেই। জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মাধ্যমে তাদের বাধ্য করতে হবে নিরপেক্ষ নির্বাচনের জন্য। সহায়ক সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের আওয়াতায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর বাইরে দেশের মানুষ কোনো কিছু মেনে নেবে না।  

নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি’র মহাসচিব বলেন, সদস্য সংগ্রহ অভিযানের মধ্য দিয়ে আমরা নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছি। পুরনো যারা আছেন, তারা নবায়ন করবেন। নতুন সদস্যদের জন্য প্রতিটি গ্রামে গ্রামে যেতে হবে। বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে।

দলের নেতাকর্মীদের উদ্দেশে ফখরুল আরও বলেন, বরিশালের মানুষ রাজনৈতিকভাবে অনেক সচেতন। আর এখন ঐক্যের কোনো বিকল্প নেই। নেতৃত্বের প্রতিযোগিতা থাকবেই, তবে এমন কোনো কাজ করবেন না, যেন দল ক্ষতিগ্রস্ত হয়। ব্যক্তি প্রচারণা না করে দলের জন্য কাজ করুন, এতে দল এগিয়ে যাবে। নয়তো আপনাদেরই ভাবমূর্তি নষ্ট হবে।

অনুষ্ঠানে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপি’র ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন প্রমুখ।

এর আগে, দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাংলাদেশ সময়: ১৫৫৮  ঘণ্টা, জুলাই ২৬, ২০১৭
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ