ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

কলেজছাত্রীকে মারধরের ঘটনায় ছাত্রলীগ নেতা বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৭
কলেজছাত্রীকে মারধরের ঘটনায় ছাত্রলীগ নেতা বহিষ্কার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে এক কলেজছাত্রীকে মারধর করায় সদর থানা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক সাদ্দাম হোসেনকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। 

এ ঘটনায় সিরাজগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ গোলাম মোস্তফা বাদী হয়ে সদর থানায় একটি নারী নির্যাতন মামলা দায়ের করেছেন।  

বুধবার (২৬ জুলাই) দুপুরে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

 

জেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন বাংলানিউজকে জানান, ছাত্রলীগে বখাটেদেরে কোনো স্থান নেই। কলেজছাত্রীকে যৌন হয়রানি ও মারপিট করে সাদ্দাম দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এজন্য কেন্দ্রীয় ছাত্রলীগ তাকে বহিষ্কার করেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বাংলানিউজকে জানান, কলেজছাত্রীকে প্রকাশ্যে মারপিট করার ঘটনায় কলেজের উপাধ্যক্ষ গোলাম মোস্তফা বাদী হয়ে থানায় নারী নির্যাতন মামলা দায়ের করেছেন। ঘটনার পর পরই আটক সাদ্দামকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  

মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরের দিকে সিরাজগঞ্জ সরকারি কলেজের বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ভবনের সামনে কুচকাওয়াজ করছিলেন বেশ কয়েকজন ছাত্রী। এ সময় পাশে দাঁড়িয়ে সাদ্দাম তাদের উদ্দেশে কটূক্তি করেন। এক ছাত্রী এর প্রতিবাদ করলে সাদ্দাম ক্ষিপ্ত হয়ে তাকে চর-থাপ্পর মেরে পালিয়ে যান। বিকেলে দত্তবাড়ী মহল্লায় অভিযান চালিয়ে সাদ্দামকে আটক করে পুলিশ।  

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ