ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপির ৩৯ নেতাকর্মীর নামে গ্রেফতারি পরোয়ানা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৭
বিএনপির ৩৯ নেতাকর্মীর নামে গ্রেফতারি পরোয়ানা

ঢাকা: রাজধানীর পল্টন থানার বিশেষ ক্ষমতা আইনের দায়ের করা মামলায় বিএনপি নেতা শিমুল বিশ্বাস, মারুফ কামাল খান এবং শিরিন সুলতানা সহ ৩৯ নেতাকর্মীরা নামে গ্রেফতারি পরোয়ানা জানি করা হয়েছে।

বুধবার (২৬ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ মামলার চার্জশিট আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন। ২৮ আগস্ট পরোয়ানা সংক্রান্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য করা হয়েছে।



সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পিপি তাপস কুমান পাল বাংলানিউজকে পরোয়ানা সংক্রান্ত এ তথ্য নিশ্চিত করেছেন।
 
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, খন্দকার মাহাবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট জয়নুল আবদীন, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, সরাফত আলী খান সফু, আজিজুল বারী হেলাল, সাইফুল আলম নীরবসহ ৩৯ জন।

এ মামলায় মোট আসামি ৫৩ জন। এর মধ্যে বরকত-উল্লা-বুলু ও মনির হোসেন কারাগারে রয়েছেন। এছাড়া ১২ জন জামিনে রয়েছেন। এর মধ্যে আমানুল্লাহ আমান, রুহুল কবির রিজভী, শওকত মাহমুদ, এমকে আনোয়ার, হাবিবুন্নবী খান সোহেল প্রমুখ রয়েছেন।

২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি পল্টন এলাকায় ত্রাস সৃষ্টি ও ভাংচুরের অভিযোগে এ মামলা দায়ের করা হয়। চলতি বছরের ২৭ এপ্রিল আসামিদের বিরুদ্ধে চার্জশিট দেয় পল্টন থানা পুলিশ।  

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৭
এমআই/এসএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ