ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

পঞ্চগড়ে দুই শিবির সদস্য গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৭
পঞ্চগড়ে দুই শিবির সদস্য গ্রেফতার

পঞ্চগড়ে: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা ছাত্র শিবিরের সভাপতিসহ দুই শিবির সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৬ জুলাই) বিকেলে স্থানীয় মকবুলার রহমান সরকারি কলেজ থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলা ছাত্র শিবিরের সভাপতি নাসির হোসেন (৩২) ও সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের শিবির কর্মী মিজানুর রহমান মিজান (৩০)।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গ্রেফতারকৃতদের একজন তেঁতুলিয়া উপজেলা শিবিরের সভাপতি ও অপরজন সদস্য। তারা একটি নাশকতা চেষ্টার মামলার আসামি। তাদের কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ